ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরবর্তী সাক্ষ্য ৩০ মে

যুদ্ধাপরাধী বিচার ॥ সাখাওয়াতসহ ৯ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের দুইজনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ মে ২০১৬

যুদ্ধাপরাধী বিচার ॥ সাখাওয়াতসহ ৯ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের দুইজনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৪তম সাক্ষী মোঃ রবিউল আলম খান ও ১৫তম সাক্ষী মোঃ আনিসুর রহমানের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যপ্রদানের জন্য ৩০ মে দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। সাক্ষীদের সাক্ষ্যদানে সহায়তা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর হƒষিকেশ সাহা, প্রসিকিউটর রানা দাশ গুপ্ত, প্রসিকিউটর জাহিদ ইমাম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। এছাড়া মামলার পলাতক আসামিদের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস শুক্কুর খান। ১৪তম সাক্ষী মোঃ রবিউল আলম খান বলেন, আমি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ১৯৯৬ সাল থেকে কর্মরত রয়েছি। এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান আমাদের অফিসে গিয়ে উপস্থাপন মতে অফিসে রক্ষিত ২০০৮ সালের ৬ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত কয়েকটি রিপোর্ট ফটোকপি করে জব্দ করেন। এবং মূল পত্রিকা আমার জিম্মায় প্রদান করেন।
×