ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদিকে দ্বীপ হস্তান্তর মিসরে ৫১ প্রতিবাদীর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৪, ১৬ মে ২০১৬

সৌদিকে দ্বীপ হস্তান্তর  মিসরে ৫১  প্রতিবাদীর কারাদণ্ড

মিসরের মালিকানাধীন লোহিত সাগরের দুটি দ্বীপ সৌদি আরবকে হস্তান্তরের প্রতিবাদ করায় মিসরের একটি আদালত ৫১ জনকে দুই বছরের কারাদ- দিয়েছে বলে জানিয়েছেন আদালতের কর্মকর্তা ও আইনজীবীরা। এই সাজা ঘোষণার পর কায়রোর আদালতপাড়ায় দ-িতরা এবং তদের বাবা-মা কান্নায় ভেঙ্গে পড়েন। রায় ঘোষণার সময় ৩৩ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিদের আগে জামিন দেয়া হয়েছিল। দ্বীপ হস্তান্তরের প্রতিবাদে গত ২৫ এপ্রিল মিসরে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বেআইনী সমাবেশে যোগদানের অভিযোগে মামলা হয়। সে সময় বিক্ষোভকারীরা সরকারের পতনের দাবিতে সেøাগান দেয়। সম্প্রতি সৌদি বাদশাহ সালমান মিসর সফরে গেলে গাল্ফ অব আকাবার তিরান ও সানাফির দ্বীপ দুটি হস্তান্তরের লক্ষ্যে চুক্তি করে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার। -আলজাজিরা
×