ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আখচাষী সমবায় সমিতিকে শোষণের অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ মে ২০১৬

আখচাষী সমবায়  সমিতিকে শোষণের  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ মে ॥ কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান নিয়ে জেলা সমবায় কর্মকর্তার টালবাহানার অভিযোগে রবিবার ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় আখচাষী সমিতির সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আখিচাষী সমবায় সমিতির সাবেক পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, কেন্দ্রীয় আখিচাষী সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি জহির উদ্দীন সরকার, সদস্য শামসুল হক, সদস্য মকবুল হোসেন, সদস্য দোলন কুমার মজুমদার ও সদস্য রবিউল আলম। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতি লিমিটেড দীর্ঘ তিন বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হলে পুনঃনির্বাচনের জন্য ব্যবস্থাপনা কমিটি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জেলা সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার মোর্শেদকে দায়িত্ব অর্পণ করে। কিন্তু জেলা সমবায় অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অসদুদ্দেশ্য হাসিলে নির্বাচন আয়োজনে টালবাহানা শুরু করেন।
×