ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে আহত কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫০, ১৬ মে ২০১৬

রংপুরে আহত কলেজ  ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, দুই বন্ধুর বচসা মেটাতে গিয়ে উল্টো পিটুনি খেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলা পল্লব চন্দ্র রায় (১৭) নামের এক কলেজছাত্র নিজেই লাশ হলো। রবিবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত পল্লব রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র এবং ওই উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের হাসনের পাড়া গ্রামের মৃত কুশল চন্দ্র রায়ের ছেলে। জানা গেছে, শুক্রবার বিকেলে মিঠাপুরের নানকর বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে দুই বন্ধু একই ইউনিয়নের ফতেপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মিঠু মিয়া (১৭) ও মঞ্জুর হোসেন পুত্র শামীম আহমেদ (১৮)। বচসা মেটাতে এ সময় এগিয়ে যায় পল্লব। এতে ক্ষিপ্ত হয়ে একই উপজেলার ফতেপুর গ্রামের মোকসেদ আলীর পুত্র শাকিলের সহযোগিতায় মিঠু মিয়া পল্লবকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে পল্লব মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ওইদিন সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোরে তার মৃত্যু ঘটে।
×