ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও মালয়েশিয়া আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০২:৩১, ১৬ মে ২০১৬

বাংলাদেশ ও মালয়েশিয়া আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র সঙ্গে রবিবার ঢাকায় মালয়েশিয়ার নব নিযুক্ত হাইকমিশনার নুর আশিকিন বিনতে মোহ্ তাইব পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নতুন হাইকমিশনারের মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজারের বর্তমান পরিস্থিতি, দু’দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগকারীগণের বিনিয়োগ ক্ষেত্র ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। আসিয়ান ফোরামে বাংলাদেশের ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী নব নিযুক্ত হাইকমিশনারের মাধ্যমে মালয়েশিয়ার সরকারের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে ইকো-টুরিজম উন্নয়নের ক্ষেত্রেও মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। শাহরিয়ার আলম মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
×