ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে নকল খৈল তৈরীর কারখানা আবিস্কার ॥ মালিককে জরিমানাসহ ছয় মাসের কারাদন্ড

প্রকাশিত: ০২:৩১, ১৬ মে ২০১৬

ঈশ্বরদীতে নকল খৈল তৈরীর কারখানা আবিস্কার ॥ মালিককে জরিমানাসহ ছয় মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার বিকালে মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ র‌্যাবের এসআই মিজানুর রহমানকে সাথে নিয়ে নকল খৈল তৈরীর কাখানায় চালান। অভিযান চালিয়ে নকল খৈল তৈরীর কারখানা আবিস্কার, নকল খৈল ও খারখানার মালিক কাবুল সরকারকে আটক করে। আটককৃত কাবুল একই গ্রামের মতিউর রহমানের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও কাবুলকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে কাবুল নকল খৈল তৈরি করে বাজার জাত করে আসছিল।
×