ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরনবিধি লংঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রকাশিত: ০২:৩০, ১৬ মে ২০১৬

আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরনবিধি লংঘন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ভূমিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আসন্ন ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলার পরিপন্থী নির্বাচন আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। রবিবার বিকালে ঈশ্বরদী শেরশাহ রোডে মন্ত্রীর বাসভবনে নবনির্বাচিত আটঘরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ ভূমিমন্ত্রীর সাথে সাক্ষাত করতে এলে আসন্ন ঈশ^রদী উপজেলার ইউপি নির্বাচনে স্থানীয় প্রশাসনের করণীয় সম্পর্কে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্ত্রী এ নির্দেশ দেন। মন্ত্রী শরীফ স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ল’ এন্ড অর্ডার অনুযায়ী প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ভোট গ্রহণ পরিচালনা করতে হবে। কোন দলীয় প্রভাবে নয়, যোগ্য প্রার্থীই ভোটের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কোনভাবেই নির্বাচন আচরণবিধি লংঘন করা যাবে না। আচরণবিধি লংঘনকারী প্রার্থীদের জামানত বাজেয়াপ্তসহ প্রার্থিতা বাতিল করা হবে। এসময় ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, ঈশ^রদী আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, পাবনা জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আখতারুজ্জামান মুক্তা, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, ঈশ^রদী থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
×