ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যাত্রাবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী আটক

প্রকাশিত: ০১:০১, ১৫ মে ২০১৬

যাত্রাবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় বিথি আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনায় পর পুলিশ নিহতের স্বামী জুয়েলকে (২৫) আটক করেছে। নিহতের ব্বার নাম আব্দুল বাতেন। গ্রামের বাড়ি রাজবাড়ি জেলা সদরের ব্রাহ্মণদিয়া গ্রামে। যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকার ৬৬১ নম্বর বাড়িতে স্বামীর সঙ্গে থাকত। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই বাসা থেকে বিথি অসুস্থ্য অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। ভোর ৬টায় তাকে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে যাত্রাবাড়ি থানার পুলিশ হাসপাতালে বিথির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার পবিবারের হাতে তুলে দেয়া হয়। নিহতের স্বামী জুয়েল জানান, রাতে বিথি পেটে ব্যথা অনুভব করছিল। সকালে তাকে হাসপাতালে নিয়ে আসার পর মারা যায়। পরে খবর পেয়ে বিথির পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। এদিকে বিথির ভাই আল-আমিন জানান, আমার বোন এমনিতেই মারা যেতে পারে না। আমার বোনকে মেরে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই। নিহতের ভাই আল-আমিন অভিযোগ করেন, পারিবারিকভাবে বোনের ৪ মাস আগে বিয়ে হয়েছিল। সম্প্রতি বিথি আড়াই মাসের অন্ত্রঃসত্ত্বা ছিল। আমার বাবার শনির আখড়ায় দেড় কাঠা জমি আছে। তার স্বামীর পরিবারের লোকজন প্রায়ই ওই জমি বিথির নামে লিখে নিতে চাপ প্রয়োগ করে করত। এ কারণেই তারা আমার বোনকে মেরে ফেলেছে। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, বিথির মুখের বাম পাশে একটি ফুলা চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই জুয়েলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত করা হচ্ছে।
×