ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী: ড. ফরাসউদ্দিন

প্রকাশিত: ২২:৩৪, ১৫ মে ২০১৬

রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী: ড. ফরাসউদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার॥ বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ জালিয়াতির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিইউয়র্ক এবং সুইফট দায়ী বলে জানিয়েছেন সরকারের তদন্ত কমিটির প্রধান ও সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুটি দেশের হ্যাকাররা রিজার্ভ চুরির জন্য বিশেষ একটি ম্যালওয়্যার তৈরি করে। এর মাধ্যমে এই অর্থ চুরি করা সম্ভব হয়। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড নিউইয়র্ক) এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করেনি। রিজার্ভ জালিয়াতির ঘটনায় সরাসরি বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া না গেলেও কর্মকর্তাদের দয়িত্ব অবহেলা প্রমাণ পাওয়া গেছে। এছাড়া রিজার্ভের অর্থ চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে সরকারকে না জানানো কেন্দ্রীয় ব্যাংকের পদত্যাগী গভর্নর ড. আতিউর রহমানের 'ভুল' ছিল বলেও মন্তব্য করেন ড. ফরাসউদ্দিন।
×