ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দিনব্যাপী তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষন

প্রকাশিত: ২০:৫৮, ১৫ মে ২০১৬

নীলফামারীতে দিনব্যাপী তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ নীলফামারী সদর ও কিশোরীগঞ্জ উপজেলায় দিনব্যাপী চলছে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন সম্পর্কিত প্রশিক্ষন। আজ রবিবার সকাল ১০ টায় জেলা সদর উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষনের উদ্ধোধন করেন সাবেক তথ্য সচিব, বর্তমানে জীবনবীমা কর্পোরেশনের পরিচালক ফরহাদ আলম। অপর দিকে কিশোরীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে প্রশিক্ষনের উদ্ধোধন করেন তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার। প্রশিক্ষনে দুই উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, থানা পুলিশের ওসি,ইউপি সচিব,সাংবাদিক সহ ১৩০ জন অংশ গ্রহন করছে। সুত্র মতে জেলার অপর ডোমার,জলঢাকা,ডিমলা ও সৈয়দপুর উপজেলায় পর্যায়ক্রমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।
×