ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আ’লীগে কোন্দল-বিএনপি নিস্ক্রিয় ও কৌশলে জামায়াত

প্রকাশিত: ২০:২৯, ১৫ মে ২০১৬

বাঁশখালীতে আ’লীগে কোন্দল-বিএনপি নিস্ক্রিয় ও কৌশলে জামায়াত

জোবাইর চৌধুরী, বাঁশখালী ॥ ইউপি নির্বাচন ২০১৬ এর ৬ষ্ঠ ও শেষ ধাপের ভোট গ্রহণ ৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচন অফিস মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই বাছাই সম্পন্ন করেছে। আগামী ১৯ মে প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য্য রয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের পরের দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। শেষ ধাপের এ নির্বাচনকে নিয়ে বাঁশখালী উপজেলার ভোট বুদ্ধাদের মাঝে চলছে নানা হিসেব নিকাশ। তাদের মতে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে আ’লীগের মধ্যে চলছে দলীয় অন্তকোন্দল। দীর্ঘ আন্দোলন পাড়ি দিয়ে বিএনপির অবস্থান নিষ্ক্রিয়। তবে কৌশুলে এগুচ্ছে জামায়াত। এদিকে ১৪টি ইউনিয়নের মধ্যে আ’লীগের পক্ষ থেকে ১৪ জন নৌকার মাঝিকে একক মনোনয়নপত্র দেওয়া হলেও অধিকাংশ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রয়েছে। পাশাপাশি বিএনপিও তাদের একক প্রার্থী মনোনয়ন দিয়েছে। জামায়াত ১৪টি ইউনিয়নে প্রার্থী না দিলেও ৭টি ইউনিয়নে তাদের শক্ত অবস্থানখ্যাত এলাকায় প্রার্থী দিয়েছে। তাছাড়া স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থী রয়েছে এই উপজেলায়। সেই ক্ষেত্রে এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাড়ালো চেয়ারম্যান পদে ৮৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩৬ জন এবং সাধারণ আসনে ৫৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে আজ রবিবার বাঁশখালীর ১৪টি ইউনিয়নে সুষ্ঠ ও অবাদ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বদ্ধ পরিকর দাবী করে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম জনকন্ঠকে জানান, বাঁশখালী উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ১শ ৫৮ জন, কেন্দ্র সংখ্যা ১৩৫টি, বুথ সংখ্যা ৭৫৬টি। ১৪টি ইউনিয়নকে ৫টি ভাগে ভাগ নির্বাচন কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে স্ব স্ব ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। এখন চলছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রণয়ন। এদিকে ৪ জুন অনুষ্ঠিতব্য বাঁশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাত থেকে আইন শৃংখলা বাহিনী বিভিন্ন এলাকায় সাড়াশী অভিযান শুরু করেছে। এখনো আইনশৃংখলা বাহিনীর এ বিশেষ অভিযান চলছে।
×