ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে শেষ হয়েছে ৩দিন ব্যাপি শিশু আনন্দ মেলা

প্রকাশিত: ২০:১০, ১৫ মে ২০১৬

ঝালকাঠিতে শেষ হয়েছে ৩দিন ব্যাপি শিশু আনন্দ মেলা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি শিশু একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহায়তা ৩দিন ব্যাপি শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব গতকাল শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলামের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন। ৩দিন ব্যাপি নাচ, গান, আবৃত্তি ভিত্তিক প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে বিজয়ী শিশু ও অংশগ্রহকারী ষ্টল এবং সংগঠন ভিত্তিক পুরুস্কার প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ ষ্টল ও শ্রেষ্ঠ শিশু সংগঠন হিসেবে ঝালকাঠির কিশালয় খেলাঘর আসর প্রথম স্থান অধিকার করেছে। গত ১২ মে থেকে সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মো: মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্ধোধন করেন।
×