ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মস্কোয় গোরস্তানে মারামারি, নিহত ৩

প্রকাশিত: ১৯:৪১, ১৫ মে ২০১৬

মস্কোয় গোরস্তানে মারামারি, নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার রাজধানী মস্কোর একটি গোরস্তানে শ্রমিকদের মধ্যে মারামারিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি, দ্য গার্ডিয়ান। পুলিশ জানিয়েছে, সাবেক সোভিয়েত মধ্যএশীয় অঞ্চল ও ককেসাস অঞ্চলের শ্রমিকদের মধ্যে গোরাস্তানের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মারামারি হয়েছে। মস্কো শহরের দক্ষিণ-পশ্চিম এলাকার খোভানস্কোয়ি গোরাস্তানের এই সহিংসতায় দুইশরও বেশি লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে রুশ সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। এ সময় সংঘর্ষরতরা পরস্পরের বিরুদ্ধে পিস্তল, শাবল, শাবলের হাতল, স্টিলের দণ্ড এবং বেসবল ব্যাট ব্যবহার করে। ঘটনাস্থল থেকে পালনোর সময় দুজন গাড়িচাপা পড়ে নিহত হন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র সোফিয়া খোতিনা জানিয়েছেন, ওই গাড়িতে থাকা সশস্ত্র তিনজনকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। এদেরসহ মোট ৯০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। সংঘর্ষ থামাতে পুলিশ কর্মকর্তারা ফাঁকা গুলি ছোঁড়ে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। খোভানস্কোয়ি গোরস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের চেচেন ও দাগেস্তানিদের সঙ্গে মধ্য এশীয় উজবেক ও তাজিক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে চেচেন, দাগেস্তানি, উজবেক ও তাজিক লোকজন রয়েছেন। ৫০০ একরের খোভানস্কোয়ি গোরস্তানটি মস্কোর অন্যতম বড় গোরস্তান।
×