ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীর খুটামারায় আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহড়া

প্রকাশিত: ১৮:৩৯, ১৫ মে ২০১৬

 নীলফামারীর খুটামারায় আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহড়া

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে জামায়াতের চশমা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহড়া নিয়ে এলাকায় তোলপাড় সৃস্টি করেছে। শুক্রবার প্রতিক বরাদ্দের পর থেকে ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ও টেঙ্গনমারী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রকিবুল ইসলাম এই শো-ডাউন করছে। সেই সাথে শ্লোগান। জামায়াতের চশমা প্রতীকের এক কর্মী বাবু বলেন, ৫২টি মোটরসাইকেলের বহর নিয়ে ভোট প্রচারণায় আমরা এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্লোগান সহ ভোট চাইছি।অন্যান্য প্রতিদ্বন্দি প্রার্থীদের অভিযোগ সংশ্লিষ্টদের কাছে এ নিয়ে অভিযোগ করে কোন লাভ হচ্ছে না। ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা আশরাফুজ্জামান রবিবার সকালে বলেন, কোনো প্রার্থীর পক্ষে মোটরসাইকেলের বহর নিয়ে প্রচার-প্রচারণা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
×