ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসির পর...

প্রকাশিত: ০৬:৪৩, ১৫ মে ২০১৬

এসএসসির পর...

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের লক্ষ্য এখন উচ্চমাধ্যমিক। পড়াশোনার এই স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা ক্যারিয়ারের ভিত এখানেই রচিত হয়। তাই এ সময় সিদ্ধান্ত নিতে হবে সতর্ক এবং সচেতনভাবে। এ জন্য ঠিক করতে হবে লক্ষ্য। জীবনে লক্ষ্য না থাকলে সফল হওয়া যায় না। লক্ষ্য নির্ধারণের আগে নিজেকে জানুনÑ আপনি কী হতে চান, কেন হতে চান, কী করতে আপনার ভাল লাগে। নিজের আগ্রহের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা জরুরী। শুধু আগ্রহ থাকলেই হবে না, সেই আগ্রহ পূরণের জন্য মেধা বা পারিপার্শ্বিক সামর্থ্য আছে কিনা তাও ভেবে দেখতে হবে। কলেজে ভর্তি এসএসসি পাসের পর একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে সঠিক গাইডলাইন দরকার। পছন্দের তালিকায় কয়েকটি কলেজ থাকলে, সেসব কলেজের ব্যাপারে খোঁজখবর রাখুন। ভর্তির ক্ষেত্রে এসএসসির ফল, আর্র্থিক সঙ্গতি, যাতায়াত ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করুন। অনেক কলেজ আছে, যেখানে প্রয়োজনীয় কাঠামো নেই, শিক্ষক নেই, ল্যাবরেটরি নেই, লাইব্রেরি নেই। এসব বিষয়ে ভালভাবে খোঁজ নিন। বিভাগ ও বিষয় নির্বাচন এসএসসির পর বিভাগ পরির্বতন করতে চাইলে সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। মা-বাবা কিংবা ভাইবোন-বন্ধুর কথা বিবেচনা করার পরও যে বিভাগে আপনি ভর্তি হয়ে ভাল করবেন, সে বিভাগেই ভর্তি হন। এসএসসির সিলেবাস আর এইচএসসির সিলেবাসের মধ্যে পার্থক্য অনেক। এইচএসসিতে কোন কোন বিষয় নেবেন, তা আগে থেকেই জেনে-বুঝে নিন। যা জানতে হবে যেহেতু মেধা প্রয়োগ করেই ভাল ফল করেছেন, তাই মেধাকে আরও শাণিত করার দায়িত্বও আপনারই। পছন্দের কলেজে ভর্তি হতে না পারলেও মন খারাপের কিছু নেই। কলেজের চেয়ে গুরুত্বপূর্ণ আপনার মেধা। আপনি পড়াশোনায় কতটা মনোযোগী, নিজের চেষ্টায় কতটা ভাল করেছেন তাই দেখার বিষয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি পড়তে হবে সাহিত্য, ইতিহাস, জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়। তাহলেই সমৃদ্ধ হবে আপনার জ্ঞানের ভা-ার। জোর দিতে হবে ইংরেজীতে ইংরেজী ভাষার ওপর দক্ষতা না থাকলে এ যুগে ভাল ফল অর্জন অসম্ভব। তাই অধিক জোর দিতে হবে এ বিষয়ে। ইংরেজীতে ভাল করতে নিয়মিত পড়তে হবে ইংরেজী পত্রিকা, শুনতে হবে ইংরেজী খবর। লক্ষ্য থাকুক অটুট কলেজে ভর্তির পর নতুন শিক্ষাঙ্গন, নতুন পরিবেশ, নতুন বই আর নতুন নতুন বন্ধু। এ বিষয়গুলো অনেককে ঘাবড়ে দেয়। ভাল করতে হলে মানিয়ে নিতে হবে এসবের সঙ্গে। সময়ের সদ্ব্যবহার একাদশ শ্রেণীতে ভর্তির পর থাকতে হবে রুটিন। প্রথম থেকেই প্রতিটি বিষয়ের কঠিন অংশগুলো আয়ত্তে আনার চেষ্টা করুন। মুখস্থ এবং গতানুগতিক গাইড বই এড়িয়ে প্রতিটি বিষয় আয়ত্ত করতে হবে। শিক্ষক ছাড়াও সহপাঠীদের সঙ্গে পড়ার বিষয়ে আলোচনা করুন। এসএসসি পরীক্ষায় যারা তুলনামূলকভাবে খারাপ করেছে, তাদেরও দুশ্চিন্তার কিছু নেই। সবকিছু শুরু করুন নতুন করে, নতুন উদ্যমে। যথাযথ পরিশ্রম করলে এইচএসসিতে ভাল ফল অর্জন কঠিন নয়। প্রথম থেকে সচেষ্ট হলে দুই বছর শেষে আপনি সাফল্য পাবেন। যা আপনার উচ্চশিক্ষার পথ তৈরি করবে। ফলে আপনার ভবিষ্যত কর্মজীবনকে করবে সাফল্যমণ্ডিত। আপনার জন্য রইল শুভকামনা।
×