ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাই বলে ৫১ ঘণ্টা ব্যাটিং!

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ মে ২০১৬

তাই বলে ৫১ ঘণ্টা ব্যাটিং!

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোষণাটা আগেই দিয়েছিলেন। সেটিই বাস্তবে রূপ দিলেন। বলতে গেলে অসম্ভবকে সম্ভব করলেন রুয়ান্ডা ক্রিকেট দলের অধিনায়ক এরিক দুসিনগিজিমানা। টানা ৫১ ঘণ্টা নেটে অনুশীলন (ব্যাটিং) করে ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ডে’ নাম লেখালেন আফ্রিকান দেশটির এই ক্রিকেটার। ভেঙ্গে দিলেন ২০১৫ সালের ডিসেম্বরে ভারতীয় ব্যাটসম্যান বিরাগ মানের টানা ৫০ ঘণ্টা ব্যাটিংয়ের রেকর্ড। এরিকের রেকর্ড গড়ার দিনে সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার স্ত্রীসহ আরও অনেকে। রেকর্ড হয়ে যাওয়ার পর ব্লেয়ার নিজেই মজার ছলে এরিকের বিপক্ষে বল করেন! রুয়ান্ডা ক্রিকেট স্টেডিয়ামের একপ্রান্তে নেট টাঙ্গিয়ে ১১ মে থেকে ব্যাটিং শুরু করেন, চলে ১৩ মে পর্যন্ত। এ সময়ে তিনি মোট ৫১ ঘণ্টা ব্যাটিং করেন। রেকর্ড গড়ার পর অনুভূতি জানিয়ে এরিক বলেন, ‘এমন একটি রেকর্ড গড়ে আমি খুবই খুশি। আশাকরি রুয়ান্ডায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এটি ভূমিকা রাখবে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। এজন্য প্রয়োজন নতুন নতুন স্টেডিয়াম। পাশাপাশি সুশিক্ষা এবং সুস্বাস্থ্যের দরকার আছে।’ অনুশীলনে ৫১ ঘণ্টা ব্যাটিং করে রেকর্ড গড়লেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ ১৬ ঘণ্টা ১০ মিনিট ব্যাট করে রেকর্ডটি হানিফ মোহাম্মদের দখলে। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রান করার পথে দীর্ঘ এ সময় (তিন দিন) ক্রিজে কাটিয়ে দিয়েছিলেন পাকিস্তানী কিংবদন্তি।
×