ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় দুই গৃহবধূসহ নিহত চার

প্রকাশিত: ০৬:২৯, ১৫ মে ২০১৬

সড়ক দুর্ঘটনায় দুই গৃহবধূসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সড়ক দুর্ঘটনায় দুই গৃহবধূসহ নিহত হয়েছেন চারজন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- নারায়ণগঞ্জ ॥ চাষাঢ়ায় কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ সামছুন নাহার নিহত হয়েছেন। তার স্বামী শফিকুল ইসলাম খোকন গার্মেন্টস ব্যবসায়ী। তারা শহরের মাসদাইর এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল চারটায়। নিহতের পরিবার জানায়, বিকেল চারটার দিকে মেয়েকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে সামছুন নাহার রিক্সায় বাসায় ফিরছিলেন। চাষাঢ়ার মোড়ে কাভার্ডভ্যান তার রিকশাটিকে চাপা দেয়। রাজবাড়ী ॥ বালিয়াকান্দি উপজেলার মধুখালী সড়কের ইলিশকোল নামক স্থানে শনিবার সকালে ইটবাহী ট্রাকের চাপায় গৃহবধূ শেলি বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্র জানায়, শেলি বেগম স্বামী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে শ^শুরবাড়ি থেকে বাবার বাড়ি বালিয়াকান্দির মধুপুরে যাচ্ছিলেন। ইলিশকোল মোড়ে ইটবোঝাই দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে শেলি বেগম ছিটকে ট্রাকের নিচে পড়ে। দিনাজপুর ॥ আমতলী নামক স্থানে শনিবার সকালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুর্গা প্রসাদ রায় নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের শ্যালিকা পারুল রানী রায়। নিহত ব্যক্তি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহাদেবপুর এলাকার বাসিন্দা ও আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কৃষি শিক্ষক। নেত্রকোনা ॥ বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চরকামারুপা গ্রামে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে রাত্রি বর্মণ (৩) নিহত হয়েছে। রাত্রি ওই গ্রামের সন্দ্বীপ বর্মণের মেয়ে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটি দৌড়ে রাস্তায় উঠে মাইক্রোবাসটির নিচে চাপা পড়ে। রবার ড্যাম উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৪ মে ॥ রবারড্যাম শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চেল্লাখালী নদীর দু’তীরের মানুষের বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে রবারড্যামটি উদ্বোধন করা হয়। এতে এলাকার ২৮শ’ কৃষক পরিবারে ফুটে উঠেছে হাসির ঝিলিক। বইয়ের মোড়ক উন্মোচন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৪ মে ॥ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) কেএম শফিউল্লাহ শনিবার কবি ড. সেলিনা রশিদ রচিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। ‘স্বপ্নের প্যালেস’, ‘বেঁচে আছি একান্ত গ্রহে’ ও ‘পুষ্প বিকাশ’ নামের ওই তিনটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে কবি ড. সেলিনা রশিদের বাসবভন ওয়াটার হাউসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব, ম. হামিদ প্রমুখ।
×