ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা নাট্য উৎসবে ‘যেমন কর্ম তেমন ফল’

প্রকাশিত: ০৪:১৭, ১৫ মে ২০১৬

স্বাধীনতা নাট্য উৎসবে ‘যেমন কর্ম তেমন ফল’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রতি পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছিল স্বাধীনতা নাট্যোৎসব। এ উৎসবের মাধ্যমে প্রথমবারের মতো জহির রায়হান মিলনায়তনে মূকাভিনয় পরিবেশন করে মাইম আর্ট। গত ২ মে এ উৎসবে মাইম আর্ট দল তাদের কমেডি প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’ মঞ্চায়ন করে। এই মূকনাট্যের রচয়িতা ও নির্দেশক মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব জানান, পুরান ঢাকার মানুষ ‘যেমন কর্ম তেমন ফল’ বেশ উপভোগ করেছেন। প্রদর্শনীর সময় করতালিতে মুখর হয়েছে মিলনায়তন। শো শেষে অনেকেই আমাদের সঙ্গে দেখা করে এ প্রযোজনার প্রশংসা করেছেন। আয়োজকরাও পরিবেশনায় খুশি হয়েছে। তারা পুরান ঢাকায় প্রযোজনাটির আরও প্রদর্শনী করার আহ্বান জানিয়েছে। ‘যেমন কর্ম তেমন ফল’ প্রযোজনাটি ২০১৫ সালের ৯ জানুয়ারি মঞ্চে আসে। অল্প সময়ে এ পর্যন্ত প্রযোজনাটির ৩০টির ওপরে প্রদর্শনী হয়েছে। এ প্রসঙ্গে নিথর মাহবুব জানান, শুধু কমেডি প্রযোজনায় নয় এটি অত্যন্ত জীবনঘনিষ্ঠ একটি প্রযোজনা। সমাজের বাস্তব সঙ্কটের চিত্রগুলো উঠে এসেছে হাস্যরসের মাধ্যমে। নিথর মাহবুব আরও বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমরা একের পর এক মূকাভিনয় কাজ করে গেলেও অজ্ঞাত কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত কোন অনুষ্ঠানে বা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত কোন উৎসবে অংশগ্রহণের সুযোগ আমরা পাচ্ছি না। প্রতি মাসে শিল্পকলা একাডেমিতে নাচ, গান, নাটক, পুতুল নাচ, সার্কাস, পাপেট শো, জাদু, চিত্রপ্রদর্শনী, নাট্যোৎসব ইত্যাদি নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে, অনেক শিল্পী ও সংগঠন এসব আয়োজনে অংশগ্রহণ করছে, কিন্তু শিল্পকলা একাডেমির কোন অনুষ্ঠানে আমি বা আমার দল অংশগ্রহণের সুযোগ পাই না। বাংলাদেশ এ মূকাভিনয়কে আরও সম্প্রসারিত করতে শিল্পকলা একাডেমিকে সহযোগিতায় এগিয়ে আসা দরকার।
×