ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একমির লটারির ড্র আজ

প্রকাশিত: ০৪:০৯, ১৫ মে ২০১৬

একমির লটারির ড্র আজ

একমি ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ড্র আজ রবিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ কোম্পানির আইপিও আবেদন গ্রহণ শেষ হয়েছে ২১ এপ্রিল বৃহস্পতিবার। গত ১১ এপ্রিল এ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের জন্য এই সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে গত ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিলামে নির্ধারিত টাকা জমা দেন। এর আগে নিলামে মোট ১০ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৮০০ শেয়ারের দর বিভিন্ন হারে দর প্রস্তাব করে ১৯৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বোচ্চ ৮৫ টাকা ২০ পয়সা দরে নয় কোটি ৭৪ লাখ ৪২ হাজার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করা হয়। এর মূল্য দাঁড়ায় ৮৩০ কোটি ২১ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার সব বিশ্ববিদ্যালয়ে সেবা দেবে সাবমেরিন কেবল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। বিএসসিসিএল থেকে লিজ নিয়ে বাংলাদেশ রিসার্চ এ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এ সংযোগ স্থাপনের কাজ করবে। এ বিষয়ে বিডিরেন ও বিএসসিসিএলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিএসসিসিএলের পরিচালক মোঃ মনোয়ার হোসেন ও বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, বিএসসিসিএল প্রাথমিকভাবে বিডিরেনকে ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহ করবে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় ইন্টারনেট সংযোগ প্রদান করবে বিডিরেন। -অর্থনৈতিক রিপোর্টার
×