ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়নে হবিগঞ্জ পৌরসভায় কোটি টাকা ব্যয়ে ব্যাপক উন্নয়ন কাজ শুরু

প্রকাশিত: ০১:৩৮, ১৪ মে ২০১৬

ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়নে হবিগঞ্জ পৌরসভায় কোটি টাকা ব্যয়ে ব্যাপক উন্নয়ন কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়ন এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করন প্রকল্পের আওতায় হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ আনুষ্ঠানিক শুরু হয়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন কর্মকান্ডে রয়েছে, ৩২ লাখ ৯০ হাজার ৩’শ টাকা ব্যয়ে পৌর শহরের বেবী স্টেন্ড হইতে কোর্ট স্টেশন বাইপাস সড়ক পাকাকরন, ৪৩ লাখ ৯২ হাজার ৫’শ ৩৮ টাকা ব্যয়ে জে, কে এন্ড এইচ, কে হাই স্কুল এলাকা থেকে বেবী স্টেন্ড পয়েন্ট সড়ক পাকাকরন, ৬৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পুরাতন পার্সপোর্ট সম্মুখ হইতে মরহুম সাংবাদিক এডভোকেট রাহাত চৌধুরীর বাসভবন পর্যন্ত সড়ক পাকাকরন ও ড্রেন নির্মান, ৩৬ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নিউ মুসলিম কোয়ার্টার মুখ হইতে মোহন সিনেমা হল পর্যন্ত সড়ক পাকাকরন ও ড্রেন নির্মাণ, ৪০ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে কালীবাড়ী ক্রস রোড পাকাকরন ও ড্রেন নির্মাণ সহ ৬০ লাখ ৮৮ হাজার ৩’শ ৬৪ টাকা ব্যয়ে শশ্মানঘাট পয়েন্ট হইতে নারিকেল হাটা পর্যন্ত সড়ক পাকাকরন। এদিকে এই উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার দিনব্যাপী হবিগঞ্জ পৌরসভা ভ্রাম্যমান উদ্ভুদ্ধকরন কর্মসচী হাতে নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও সংশ্লিস্ট পৌরসভার উপদেষ্টা এডভোকেট আলহাজ্ব মো. আবু জাহির ফলক উন্মোচনের মাধ্যমে শহরের ৬ টি পয়েন্টে প্রতিটি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষনা সহ বিশাল পথসভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন, সংশ্লিস্ট পৌসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী জুন মাসের পর থেকে ব্যাটারী চালিত রিক্সা পুরোপুরি এবং ব্যাটারী চালিত টমটম পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে বলে ঘোষনা দেন। এতে সাধারন মানুষ উৎফুল্ল চিত্তে করতালি দিয়ে এইসব উন্নয়ন কাজ ও যানচলাচল বন্ধকে স্বাগত জানায়।
×