ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ের আগেই শেষ হবে তিন সেতুর কাজ : যোগাযোগ মন্ত্রী

প্রকাশিত: ০০:০১, ১৪ মে ২০১৬

নির্ধারিত সময়ের আগেই শেষ হবে তিন সেতুর কাজ : যোগাযোগ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের আওতাধীন ২য় কাচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হবে। তিনি শনিবার দুপুরে আকস্মিক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতু এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তিন সেতুর কাজের অগ্রগতি স¤র্পকে গণমাধ্যমে এতদিন কিছু প্রকাশ করা না হলেও সেতু তিনটির কাজ অনেকদূর এগিয়ে গেছে। ২০১৮ সালের নভেম্বরে সেতু ৩টি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সেতু তিনটির কাজ। চলতি বছরের আগস্ট মাসে টেস্ট ও সেপ্টেম্বর মাসে মুল পাইল স্থাপনের কাজ শুরু করা হবে। এসময় তিনি আরো বলেন, সেতু তিনটিতে সর্বাধুনিক প্রযুক্তি নেরো বক্স স্টিল গার্ডার ব্যবহার করা হচ্ছে যার ফলে সেতুতে কিছুদূর পর পর এক্সপানটেশন থাকবে না ।এছাড়া ২০১৮ সালে পুরাতন সেতু তিনটি পুনর্বাসন কাজ শুরু করা হবে যা ২০২১ সাল নাগাত শেষ হবে।
×