ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এরশাদ ফের চেয়ারম্যান ও রুহুল আমিন মহাসচিব

প্রকাশিত: ২২:৪৭, ১৪ মে ২০১৬

এরশাদ ফের চেয়ারম্যান ও রুহুল আমিন মহাসচিব

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টিও কাউন্সিলে দলের চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদার ফের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও দলের সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে নির্বাচিত করা হয়েছে। পরে নবনির্বাচিতদের ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান। শনিবার দুপুরে দলের অষ্টম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। দ্বিতীয় পর্বের এই কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত কাউন্সিলররা এই প্রস্তাব সমর্থন করেন। দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয়েছে পার্টিও চেয়ারম্যান এইচএম এরশাদকে। এর আগে দলের গঠনতন্ত্র পাস করা হয়। কো-চেয়ারম্যান পদের অনুমোদন ও পার্টির চেয়ারম্যানের ৩৯ ধারায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে সেই গঠনতন্ত্রে। উল্লেখ্য দলের যাত্রা শুরু থেকে এরশাদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
×