ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইটনায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০:৪৭, ১৪ মে ২০১৬

ইটনায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কিশোরগঞ্জের ইটনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থলের অদূরে পানিতে ভাসমান অবস্থায় ওয়াসেদ মিয়া নামে ৭ বছরের এক শিশুর ও হাজেরা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকাডুবিতে এখনও নিখোঁজ রয়েছে শিশু ওয়াসেদের বাবা হযরত আলী। শুক্রবার বিকেলে ইটনা উপজেলার ওয়ারা হাওড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভূঁইয়ারপাড় থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে ৮ জন যাত্রী মৃগা ইউনিয়নের প্রজারকান্দা ফিরছিল। শুক্রবার বিকেলে ওয়ারা হাওড়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় ইটনার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে হযরত আলী, তার শিশুপুত্র ওয়াসেদ ও শাশুড়ি হাজেরা খাতুন নামে তিন যাত্রী। ইটনা থানার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও নিখোঁজ হযরত আলীর মরদেহ পাওয়া যায়নি।
×