ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মার্টফোনের জন্য এবার গুগলের 'জি-বোর্ড'

প্রকাশিত: ২০:২৩, ১৪ মে ২০১৬

স্মার্টফোনের জন্য এবার গুগলের 'জি-বোর্ড'

অনলাইন ডেস্ক॥ এবার আপনার স্মার্টফোনকে আরও একটু স্মার্ট করে তুলবে গুগল। স্মার্টফোন থেকে চ্যাটিংয়ের সময় কিছু সমস্যাকে মাথায় রেখে নতুন অ্যাপ নিয়ে এলো বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। এই নতুন মুশকিল আসানের নাম জি-বোর্ড। চ্যাটিংয়ের সময় কোনো অ্যাড্রেস বা ছবি পাঠানো অনেক সময়ই একটু মুশকিল হয়ে যায়। চ্যাট করতে করতে আরও একটা অ্যাপ অন করে সেখানে থেকে কপি করে চ্যাট বক্সে পেস্ট করতে অকারণে সময় নষ্ট হয়। এজন্যই এবার ডাউনলোড করে নিন জি-বোর্ড স্মার্টফোনে জি-বোর্ড থাকলে অন্য কোনো অ্যাপে না গিয়ে চ্যাট করতে করতেই দ্রুত অ্যাড্রেস, ছবি বা ইমোজি পাঠানো যাবে।
×