ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তবু স্টেইনকে সেরা মানছেন ব্রড

প্রকাশিত: ০৬:৪১, ১৪ মে ২০১৬

তবু স্টেইনকে সেরা মানছেন ব্রড

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন স্টুয়ার্ড ব্রড। তবে আধুনিক সময়ের সেরা পেসার হিসেবে নিজের ভোটটা প্রোটিয়া তারকা ডেল স্টেইনকেই দিলেন ইংলিশ ক্রিকেটার। ব্রড বলেন, ‘বর্তমান প্রজন্মের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার স্টেইন।’ ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ব্রডের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কপালে চিন্তার রেখা এঁকেছেন ব্রড। ৯১ টেস্টে ৩৩৩, ১২১ ওয়ানডেতে ১৭৮ ও ৫৬ টি২০তে নিয়েছেন ৬৫ উইকেট। তবু নিজেকে সেরা মানতে নারাজ ব্রড, ‘আমি হয়ত ভাল করছি কিন্তু স্টেইনই বর্তমান সময়ের অন্যতম সেরা পেস বোলার। তার বোলিং বৈচিত্র, বুদ্ধিদীপ্ত বোলিং এটাই প্রমাণ করে। মাঠে সে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে সহজেই ধরাশায়ী করে। ৮২ টেস্টে ৪শ’র ওপরে উইকেট।’ ১৯ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। দেশের মাটিতে খেলার সুবিধাটা ভালভাবে কাজে লাগাতে চান ব্রড। তিনি বলেন, ‘র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিজেকে দেখে ভাল লাগছে। তাই আসন্ন টেস্ট সিরিজে আরও ভাল পারফর্মেন্স করতে চাই। বাউন্সি উইকেটে খেললে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে সুবিধা হয়। বেশি উইকেট শিকার করার দারুণ এক সুযোগ রয়েছে আমার সামনে। আমি আরও ভাল বল করতে চাই, চাই দলকে জেতাতে।’ অবশ্য র‌্যাঙ্কিং নিয়ে খুব বেশি ভাবতে চান না ইংলিশ গতি তারকা, ‘নিজের খেলার ওপরই সবচেয়ে বেশি ফোকাস করতে চাই। র‌্যাঙ্কিং নিয়ে ভাবতে চাই না। ভাল খেলতে পারলে র‌্যাঙ্কিংও ভাল উন্নতি হবে। যখন ক্যারিয়ার শেষ হবে, তখন র‌্যাঙ্কিং নিয়ে খুব বেশি চিন্তা করে না খেলোয়াড়রা। কত টেস্ট জেতা গেল, দলের জয়ে কতটা অবদান রাখা গেল- সেটি নিয়েই সবাই খুব বেশি ভাবে।’
×