ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমি যোগ্য নই’

প্রকাশিত: ০৬:৪০, ১৪ মে ২০১৬

‘আমি যোগ্য নই’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে প্রশাসনিক কোন কাজের যোগ্য নন সৌরভ গাঙ্গুলী, এমনটা হয়ত তার শত্রুও মানবেন না। তবে বাস্তবতার নিরিখে তেমনটাই জানালেন ‘প্রিন্স অব ক্যালকাটা’। আইসিসিতে যোগ দিতে এরই মধ্যে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব ছেড়েছেন শশাঙ্ক মনোহর। ভারতীয় ক্রিকেটে এখন একটাই প্রশ্নÑ কে হচ্ছেন বিসিসিআইর নতুন চেয়ারম্যান? ‘আমার মনে হয় না এই পদের যোগ্যতা আমার আছে। মাস ৬-৭ হলো সিএবির (পশ্চিমবঙ্গ ক্রিকেট) প্রেসিডেন্ট হয়েছি।’ ৪৩ বছর বয়সী সাবেক অধিনায়ক আরও যোগ করেন, ‘কে বিসিসিআইর দায়িত্ব নেবেন সেটা বলা কঠিন। তবে এই কাজ নেয়ার মতো যোগ্যতা সম্পন্ন অনেকেই আছেন। আমি ভাবছি না।’ ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের মতো শক্তিশালী আর কেউ নন। এই কথা সবার জানা। সেই পদটিই এখন ফাঁকা। বিসিসিআইর চেয়ারে বসতে নির্দিষ্ট কিছু যোগ্যতা অর্জন করতে হয়। আগ্রহীকে তিনটি বার্ষিক সাধারণ সভায় যোগ দেয়ার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সেই সঙ্গে বোর্ডের সহ-সভাপতি বা দাপ্তরিক পদের অভিজ্ঞতা থাকতে হয়। গত বছর বিসিসিআই ও সিএবির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া মারা যাওয়ার পর সিএবির দায়িত্ব অক্টোবরে সিএবির দায়িত্ব পান সৌরভ। দুই সপ্তাহের মধ্যে মনোহরের উত্তরসূরি নির্বাচন করতে হবে। বিসিসিআইর নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে বর্তমান সচিব অনুরাগ ঠাকুর।
×