ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড দেয়া হলো

প্রকাশিত: ০৬:৩২, ১৪ মে ২০১৬

মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড দেয়া হলো

স্টাফ রিপোর্টার ॥ এভিয়েশন সেক্টরের বিভিন্ন এয়ারলাইন্সকে শ্রেষ্ঠত্বের পদক প্রদান করা হয়েছে। বৃহ¯পতিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বেসামবিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড তুলে দেন। ১৪টি ক্যাটাগরিতে দেশী-বিদেশী কয়েকটি এয়ারলাইন্সকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। এগুলো হচ্ছে- বিমান এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ার ওয়েজ, ব্যাঙ্কক এয়ারলাইন্স, ইউএস বাংলা ও নভো এয়ারওয়েজ। ২০১৫ সালের ফ্লাইট অপারেশন সেবার ভিত্তিতে এসব এয়ারলাইন্সকে মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যান্য ক্যাটাগরির মধ্যে ২০১৫ সালের বেস্ট ইন্টারন্যশনাল এয়ারলাইন্স ও বেস্ট ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছে এমিরেটস এয়ারলাইন্স। বেস্ট ইনফ্লাইট মিল ইন বিজসেস ক্লাস এ্যাওয়ার্ড অর্জন করে টার্কিস এয়ারলাইন্স। বেস্ট ইনফ্লাইট মিল ইন ইকোনমি ক্লাস এ্যাওয়ার্ড অর্জন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর ইউএস-বাংলার পক্ষে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ এ্যাওয়ার্ড গ্রহণ করেন সংস্থাটির এমডি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে ২০১৪ সালেও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ নির্বাচিত হয়েছিল ইউএস-বাংলা। বেস্ট শর্ট হাউল এয়ারলাইন এ্যাওয়ার্ড অর্জন করে ব্যাঙ্কক এয়ারওয়েজ। বেস্ট লং হাউল এয়ারলাইন অর্জন করে এমিরেটস এয়ারলাইন্স। মোস্ট ফেবারিট ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার এয়ারলাইন্স এ্যাওয়ার্ড অর্জন করে এমিরেটস এয়ারলাইন্স। বেস্ট বাজেট এয়ারলাইন অর্জন করে টাইগার এয়ারলাইন্স।
×