ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ভাষা ও সাহিত্য

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৫৯, ১৪ মে ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১ ‘পরেশ বাবু’ চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? ক. গোরা খ. শ্রীকান্ত গ. চোখের বালি ঘ. শেষের কবিতা ২. ‘কালের কলান’ গ্রন্থটির রচয়িতা কে? ক. আনোয়ার পাশা খ. জীবনানন্দ দাশ গ. আল মাহমুদ ঘ. শামসুর রহমান ৩. ‘প্রতাপসিংহ’ নাটকটির রচয়িতাÑ ক. মুনীর চৌধুরী খ. দ্বিজেন্দ্রলাল রায় গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ৪. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন গ্রন্থে পাওয়া যায়Ñ ক. সধবার একাদশী খ. বুড়োশালিকের ঘাঁড়ে রো গ. পরপারে ঘ. আলালের ঘরে দুলাল ৫. ‘রাশিয়ার চিঠি’ গ্রন্থটির রচয়িতাÑ ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. সৈয়দ মুজতবা আলী ঘ. মনসুর আহমদ ৬. ‘শবনম’ গ্রন্থটির রচয়িতা কে? ক. সৈয়দ মুজতবা আলী খ. শামসুর রহমান গ. কাজী নজরুল ইসলাম ঘ. আলী আহসান ৭. ‘কাঁচামিঠা’ কোন ধরনের সমাসের উদাহরণ? ক. তৎপুরুষ খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. অব্যয়ীভাব ৮. ‘মহাশিখা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ক. ইসমাইল হোসেন সিরাজী খ. আল মাহমুদ গ. কাজী নজরুল ইসলাম ঘ. বিষ্ণু দে ৯. ‘শ্মশ্রু এর সমার্থক শব্দ কোনটি? ক. শাশুড়ি খ. দাড়ি গ. শ্বশুর ঘ. কোনটিই নয় ১০. ‘নির্বন্ধ’ শব্দের সমার্থকÑ ক. বন্ধ খ. বিধান গ. তালিকা ঘ. প্রতিবেদন ১১. কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ক. অশ্রুমালা খ. শিরমন্দির গ. মহররম শরীফ ঘ. বিরহ বিলাস ১২. নিচের কোন গ্রন্থটির রচয়িতা কায়কোবাদ? ক. অমিয়ধারা খ. দশ মহাবিদ্যা গ. আশাকানন ঘ. ছায়াময়ী ১৩. ‘বৃত্রসংহার’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ক. কায়কোবাদ খ. মধুসূদন দত্ত গ. অক্ষয় কুমার ঘ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৪. বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয়Ñ ক. ১৮৩৫ খ. ১৮৪৫ গ. ১৮৪৭ ঘ. ১৮৫০ ১৫. ‘ময়নামতির চরে’ গ্রন্থটির রচয়িতা কে/ ক. বন্দে আলী মিয়া খ. বিষ্ণুদে গ. বৃদ্ধদেব বসু ঘ. মানিক বন্দ্যোপাধ্যায় ১৬. ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ক. জীবনানন্দ দাশ খ. বিষ্ণুদে গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. অমিয় চক্রবর্তী ১৭. ‘শীকর’ শব্দের অর্থ কী? ক. জলকণা খ. শিশির গ. নীহরিকা ঘ. পদ্মফুল ১৮. ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কী? ক. বন্ধু বনাম বন্ধু খ. হাতে-হাতে গ. খেতে-খেতে ঘ. আস্তে আস্তে ১৯. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি? ক. সংযুক্ত খ. আঁট বাঁধা গ. অন্তর্ভুক্ত ঘ. দুর্হ বা তার অধিকের মিল ২০. কোনটি শুদ্ধ বানান? ক. তৃহায়ন খ. তৃহায়ণ গ. ত্রিহায়ন ঘ. ত্রিহায়ন ২১ ‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ ক. অচেনা খ. নবীন গ. প্রাচীন ঘ. তরুণ ২২. ‘গাং’ শব্দটি- ক. হিন্দি খ. কোরিয়ান গ. তুর্কি ঘ. জাপানি ২৩. “ডালে ডালে কুসুম ভার” এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে? ক. সমূহ খ. বোঝা গ. বিপদ ঘ. গুরুত্ব উত্তর : ১.ক ২.গ ৩. খ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.খ ৮.ক ৯.ক ১০খ ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.ক ২০.গ ২১.গ ২২.ক ২৩.ক
×