ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইসরাইলী অভিযানে হিজবুল্লাহ নেতা নিহত

প্রকাশিত: ০৩:৪৫, ১৪ মে ২০১৬

ইসরাইলী অভিযানে  হিজবুল্লাহ নেতা নিহত

সিরিয়ায় ইসরাইলের এক অভিযানে হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। লেবাননভিত্তিক শিয়া জঙ্গীগোষ্ঠী এ কথা জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছুই বলা হয়নি। তবে লেবাননের আল-মায়েদীন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরাইলের বিমান হামলায় মুস্তাফা আমিনী বদরুদ্দিন নিহত হয়েছেন। এদিকে এ অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরাইল। খবর বিবিসির। ২০০৫ সালে বদরুদ্দিনসহ আরও তিন হিজবুল্লাহ সদস্য বৈরুতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। বদরুদ্দিনের নিহত হওয়ার খবর ঘোষণা করে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘তিনি ১৯৮২ সাল থেকে ইসলামিক প্রতিরোধের অধিকাংশ অভিযানগুলোতে অংশ নিয়েছেন।’ ১৯৬১ সালে জন্মগ্রহণকারী বদরুদ্দিন হিজবুল্লাহর সামরিক শাখার একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন বলে ধারণা করা হয়। হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান ইমাদ মুগনিয়েহর শ্যালক ছিলেন বদরুদ্দিন।
×