ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রায়পুরে বিএনপির আট প্রার্থীকে শোকজ, তোলপাড়

প্রকাশিত: ০২:৪৯, ১৩ মে ২০১৬

রায়পুরে বিএনপির আট প্রার্থীকে শোকজ, তোলপাড়

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আট চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। আর্থিক সুবিধা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় কেন বহিষ্কার করা হবে না জানতে চেয়ে এ চিঠি দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চরমোহনা ইউপির নাজমুল ইসলাম মিঠু, ২নং উত্তর চরবংশী ইউপির আবদুল মান্নান সরকার, ৫নং চরপাতা ইউপির হিজবুল্লাহ গুনু, ৬নং কেরোয়া ইউপির নজরুল ইসলাম সরকার, ৭নং বামনী ইউপির সালেহ আহম্মদ, ৮নং দক্ষিণ চরবংশী ইউপির হারুনুর রশিদ হাওলাদার, ৯নং দক্ষিণ চরআবাবিল ইউপির আলমগীর মাঝি ও ১০নং রায়পুর ইউপির মো. ইউছুফকে শোকজ করা হয়েছে। এর মধ্যে নাজমুল ইসলাম মিঠু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. ইউছুফ সহসভাপতি, অন্যরা উপজেলা-ইউনিয়ন কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
×