ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাজিপুর উপজেলার ৫ ইউনিয়নে আ‘লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

প্রকাশিত: ২৩:৫১, ১৩ মে ২০১৬

কাজিপুর উপজেলার ৫ ইউনিয়নে আ‘লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচনে ৫ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। মাত্র ৪ ইউনিয়নে বিএনপি প্রার্থী দিয়েছে। বাকী সব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সন্ধ্যায় সংশ্লিস্ট রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার প্রতিদ্বন্দি চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ও ওয়ার্ড মেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। ৩১ মে কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হচ্ছেন- সোনামুখী ইউপি-শাহজাহান আলী (আওয়ামীলীগ), গান্ধাইল ইউপি- আশরাফুল আলম(আওয়ামীলীগ), মনসুর নগর ইউপি- রাজমোহর (আওয়ামীলীগ), তেকানী ইউপি- হারুনার রশীদ (আওয়ামীলীগ), খাসরাজবাড়ি ইউপি- গোলাম হোসেন (আওয়ামীলীগ)। এছাড়া অপর ৭ ইউনিয়নের মধ্যে বিএনপি মাত্র ৪ ইউনিয়নে প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিযনগুলো হচ্ছে- শুভগাছা, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও কাজিপুর সদর। বাকী চালিতাডাঙ্গা, মাইজবাড়ি, ও নাটুয়ারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।
×