ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের প্রতিদিন মিছিল সভা-সমাবেশ

প্রকাশিত: ১৮:৪৫, ১৩ মে ২০১৬

কলাপাড়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের প্রতিদিন মিছিল সভা-সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ অসহনীয় বিদ্যুত বিভ্রাটে কলাপাড়ার গ্রাহকরা অতিষ্ট হয়ে পড়েছে। তারা এখন ফুঁসে উঠেছে। প্রতিনিয়ত মাইকিং মিছিল ও সমাবেশ করছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার রাত আট টা পর্যন্ত শত শত গ্রাহক বিক্ষোভ-সমাবেশ করেছে দুই দফা। আর মাইকিং চলছে টানা দিনভর, রাতেও থেমে নেই মাইকিং। ২৪ ঘন্টা বিদ্যুত চাই-এমন এক দফা দাবিতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে আছে। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক হাবিবুল্লাহ রানা। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শত শত গ্রাহক বিদ্যুতের দাবিতে শহরে মিছিল নিয়ে পল্লী বিদ্যুত অফিসের দিকে এগুলে বিদ্যুত চলে আসে। ফলে গ্রাহকদের বিশ্বাস বিদ্যুত ঘাটতি না থাকলেও কলাপাড়ায় ইচ্ছে করে লোডশেড করা হচ্ছে। এখন বিদ্যুতের দাবিতে ক্ষুব্ধ মানুষ ক্রমশ ফুসে উঠছে। প্রচন্ড ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংএর কারণে গ্রাহকদের জীবন বিষিয়ে তুলেছে পল্লী বিদ্যুত বিভাগ। ইতোপুর্বে রক্ষণা-বেক্ষণের নামে মাসাধিককাল বিদ্যুত বন্ধ রাখা হয়েছে দিনের বেলা। এখন দিনে-রাতে সমানে লোড শেডিং দেয়া হচ্ছে। কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মোঃ লিয়াকত আলী জানান, উৎপাদনের ঘাটতির সঙ্গে চাহিদা বাড়ায় লোডশেডিং করতে হচ্ছে। এটি জাতীয় সমস্যা। তিনি এও জানান, বেশ কয়েকটি বিদ্যুত প্লান্ট বন্ধ হয়ে আছে।
×