ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছবির গল্প

প্রকাশিত: ০৬:৪৮, ১৩ মে ২০১৬

ছবির গল্প

সিংহ দলের গাছঘুম! সিংহের তাড়া খেয়ে বনের পশু-পাখি সাধারণত আশ্রয় খোঁজে গাছে। কিন্তু স্বয়ং সিংহ কার ভয়ে উঠল গাছের মগডালে? তাও আবার দলবেঁধে! না না কারও ভয়ে নয়, তানজানিয়ার সেরেঙ্গেটির লেক মানিয়ারা ন্যাশনাল পার্কে সুপ্রশস্ত ডালপালা মেলা গাছের শাখায় শুয়ে অলস সময় পার করছে তারা। ১৫টি দাম্ভিক সিংহ-সিংহী বিশ্রামরত। কেউ কেউ ঘুমাচ্ছেও নাক ডেকে। গা এলিয়ে বিরক্ত সিংহী মায়েরা যখন একটু শান্তিতে চোখ বুজলো তখন তাদের শাবকেরা নিচে নামার জন্য ছটফট করছিল। ব্রিটিশ প্রবাসী আলোকচিত্রী জিনা ওয়েন থাকেন তানজানিয়ার জানজিবারে। বিরল দৃশ্যটি চোখে পড়ায় তিনি তা ফ্রেমবন্দি করেন। ৩৩ বছর বয়সী জিনা বলেন, বিশেষত এই সিংহরা গাছের ওপর দীর্ঘ সময় জুড়ে অবস্থান করার জন্য পরিচিত।
×