ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যুদণ্ড রহিত চেয়ে লিগ্যাল নোটিস

প্রকাশিত: ০৫:৪৬, ১৩ মে ২০১৬

মৃত্যুদণ্ড রহিত চেয়ে লিগ্যাল নোটিস

স্টাফ রিপোর্টার ॥ মৃত্যুদণ্ড রহিত চেয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার সকালে ডাক ও রেজিস্ট্রিযোগে সরকারের কেবিনেট সচিব, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবের প্রতি এই নোটিস পাঠানো হয়। আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোটিসে মৃত্যুদ- আইন রহিত করার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে। ইউনুছ আলী আকন্দ আরও বলেন, পৃথিবীর প্রায় এক শ’ ৪০টি দেশে মৃত্যুদ-ের সাজা নেই। ইউরোপের রাশিয়া ব্যতীত সকল দেশেই মৃত্যুদ-ের সাজা নেই। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ডিয়ান সুপ্রীমকোর্টের আইনেও মৃত্যুদ- নেই। তাই দেশের সকল আইন থেকে মৃত্যুদ- বন্ধ করার জন্য বলা হয়েছে। সংবিধানের ধারায় কোন ধরনের অপরাধের জন্য মৃত্যুদ- সাজা কার্যকর করা হবে তা স্পষ্ট করে উল্লেখ নেই বলেও মন্তব্য করেন ইউনুছ আলী আকন্দ। নোটিসে বলা হয়েছে, বিশ্বের ১৪০টি দেশের আইন থেকে মৃত্যুদ- উঠিয়ে দেয়া হয়েছে। তাই সাজা হিসেবে মৃত্যুদন্ডকে নিষ্ঠুর, অমানবিক। এ্যামনেস্টির তথ্য মতে, এখন পর্যন্ত ১৪০ দেশ মৃত্যুদ- আইনগতভাবে বা প্রথা হিসেবে বাতিল করেছে। ২০০৪-২০১৩ পর্যন্ত দশ বছরে মৃত্যুদ- বিলোপকারী দেশের সংখ্যা বেড়েছে। এই ধরনের দেশের সংখ্যা ৫২। অর্থাৎ মোট (৯৮+৫২) ১৫০টি দেশে এখন মৃত্যুদ- হয় আইনত নিষিদ্ধ অথবা নিষিদ্ধ না হলেও মৃত্যুদন্ড কার্যকর করা হয় না। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভুটান, নেপাল, মিয়ানমার ও মরিশাস মৃত্যুদ- বিলোপ করেছে। শ্রীলংকা, মালদ্বীপে মৃত্যুদ-ের বিধান থাকলেও কোন মৃত্যুদ- কার্যকর করা হচ্ছে না।
×