ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিতে রূপগঞ্জ দ্বিতীয় ভিক্টোরিয়া তৃতীয়

প্রকাশিত: ০৪:১১, ১৩ মে ২০১৬

জিতে রূপগঞ্জ দ্বিতীয় ভিক্টোরিয়া তৃতীয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চার জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল প্রাইম দোলেশ্বর। সেখান থেকে টানা দুই হারে পতন! একটানে চার নম্বরে নেমে গেছে। প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়ে বাজিমাত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি এখন মোহামেডানের পরে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে। তৃতীয় স্থানটি দখল করে নিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। দিনের একমাত্র শতক করেন ভিক্টোরিয়ার সোহরাওয়ার্দী শুভ। তার এ শতকে প্রাইম ব্যাংককে বৃষ্টি আইনে ৯ রানে হারিয়ে ভিক্টোরিয়াও ৯ পয়েন্টই পেয়েছে। তিন অর্ধশতকে দোলেশ্বর কাত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের ভরাডুবি হয়েছে। দলটি টানা চার ম্যাচ জিতে উড়ছিল। সেই উড়া মুহূর্তেই থেমে গেছে। টানা দুই হার হয়ে গেছে। এবার রূপগঞ্জের কাছে ধরাশায়ী হয়েছে। আগে ব্যাট করে চামারা সিলভার ৮৯ রানে ৪৮.২ ওভারে ২১৬ রান করেই অলআউট হয়ে যায় দোলেশ্বর। সিলভা ও সানজামুল মিলে সপ্তম উইকেটে ৬৭ রানের জুটি না গড়লে আরও করুণ অবস্থা হত দোলেশ্বরের। আবু হায়দার রনি ২ উইকেট নেন। জবাবে রূপগঞ্জের তিন অর্ধশতকেই কাত হয়ে যায় দোলেশ্বর। ৫১ রানে ২ উইকেট হারালেও এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রূপগঞ্জকে। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুন ও মোশাররফ মিলে ৬৩ রানের ও চতুর্থ উইকেটে মোশাররফ ও আসিফ আহমেদ মিলে ৯৬ রানের জুটি গড়েন, সেখানেই রূপগঞ্জের জয় বলতে গেলে নিশ্চিত হয়ে যায়। ৪৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রান করে রূপগঞ্জ। মিঠুন ৫১ ও আসিফ অপরাজিত ৫১ রান করেন। আর মোশাররফ করেন ৮১ রান। শুভর শতকে জিতল ভিক্টোরিয়া বিকেএসপিতে সোহরাওয়ার্দী শুভ ব্যাটিং ঝলক দেখান। একাই অপরাজিত ১০৫ রান করেন। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ষষ্ঠ রাউন্ডের প্রথম খেলাগুলোর মধ্যে একমাত্র শতক করা ব্যাটসম্যান শুভ। তার এ শতকে জিতেও যায় ভিক্টোরিয়া। ম্যাচে আগে ব্যাট করে স্কোরবোর্ডে জয়ের জন্য মজবুত ভিতই গড়ে প্রাইম ব্যাংক। মেহেদী মারুফের ৬৩ রানে ৭ উইকেটে ৫০ ওভারে ২৭৪ রান করে। এ রানের জবাব দিতে গিয়ে ৪২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২১১ রান করে ভিক্টোরিয়া। ৫৬ রানে ২ উইকেট পড়ার পর সেঞ্চুরিয়ান সোহরাওয়ার্দী শুভ ও অপরাজিত ৮২ রান করা আল আমিন ১৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিও গড়ে ফেলেন। এমন সময় ভিক্টোরিয়ার জিততে ৪৭ বলে ৬৪ রান লাগে। বৃষ্টিতে তখনই খেলা বন্ধ হয়ে যায়। হিসেব করে দেখা যায়, বৃষ্টি আইনে ৪২.১ ওভারে জিততে ভিক্টোরিয়ার ২০৩ রান লাগে। স্বাভাবিকভাবেই জয় নিশ্চিত হয় ভিক্টোরিয়ার। স্কোর ॥ রূপগঞ্জ-দোলেশ্বর ম্যাচ-ফতুল্লা দোলেশ্বর ইনিংস ২১৬/১০; ৪৮.২ ওভার (সিলভা ৮৯, রকিবুল ২৭, সানজামুল ২৫, রনি ২৫; রনি ২/২৫, নাহিদুল ২/৫২)। রূপগঞ্জ ইনিংস ২২২/৪; ৪৬.২ ওভার (মোশাররফ ৮১, আসিফ ৫১*, মিঠুন ৫১; রবি ১/২৯)। ফল ॥ রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মোশাররফ হোসেন রুবেল (রূপগঞ্জ)। ভিক্টোরিয়া-প্রাইম ব্যাংক ম্যাচ-বিকেএসপি। প্রাইম ব্যাংক ইনিংস ২৭৪/৭; ৫০ ওভার (মেহেদী ৬৩, তাইবুল ৪৫, সোহান ৪০; রাব্বি ২/৫৩)। ভিক্টোরিয়া ইনিংস ২১১/২; (টার্গেট ৪২.১ ওভারে ২০৩ রান) ৪২.১ ওভার (শুভ ১০৫*, আল-আমিন ৮২*)। ফল ॥ ভিক্টোরিয়া বৃষ্টি আইনে ৯ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সোহরাওয়ার্দী শুভ (ভিক্টোরিয়া)।
×