ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারক নিয়োগে নীতিমালার রুলের এ্যামিকাস কিউরিদের শুনানি ১৮ মে

প্রকাশিত: ০০:৫৫, ১২ মে ২০১৬

বিচারক নিয়োগে নীতিমালার রুলের এ্যামিকাস কিউরিদের শুনানি ১৮ মে

স্টাফ রিপোর্টার॥ সুপ্রীমকোর্টের বিচারক নিয়োগের নীতিমালার ওপর হাইকোর্টের জারি করা রুলের ওপর (আদালতের বন্ধু) এ্যামিকাস কিউরিদের ব্ক্তব্য উপস্থাপন করার জন্য আগামী ১৮ ও ১৯ মে পর-পর দুই শুনানির জন্য ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ দ্বিতীয় দিনের মত শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য্য করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন হাসান এম এস আজিম। এ সময় রিটকারী আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।এর আগে গত ১০ মে বিচারক নিয়োগের নীতিমালার ওপর হাইকোর্টের জারি করা রুলের শুনানি শুরু হয়। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে সুপ্রীমকোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী এ রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে ২০১০ সালের ০৬ জুন বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ সুপ্রীমকোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না, তা জানাতে রুল জারি করেন।
×