ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীর ৬ রাজাকারের বিরুদ্ধে চার্জ হেয়ারিং ৩১ মে

প্রকাশিত: ০০:৪৬, ১২ মে ২০১৬

নোয়াখালীর ৬ রাজাকারের বিরুদ্ধে চার্জ হেয়ারিং ৩১ মে

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম থানার ৫ রাজাকারের বিরুদ্ধে অভিযোগের উপর শুনানি হয় নি। এক আসামীর অসুস্থ থাকার কারনে আসামী পক্ষের সময় চেয়েছে। ট্রাইব্যুনাল পরবর্তী দিন নিধৃারন করেছে ৩১ মে। চেয়ারম্যান আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করেছেন। পাঁচ আসামির মধ্যে এই মামলায় আটক আছেন- আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মো. ইউসুফ ও মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম। অন্যদিকে আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট মাসুদ রানা।
×