ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিতাসে মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত ৮ ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ২৩:১৭, ১২ মে ২০১৬

তিতাসে মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত ৮ ॥ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ কুমিল্লার তিতাসে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ৮ জন। গুরুতর অবস্থায় ২জনকে ঢাকা কলেজ মেডিকেলে প্রেরণ করা হয়। উভয় প্রার্থীর মামলায় ১ মেম্বারপ্রার্থীসহ ৪জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ। বুধবার রাত ৮টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের বন্দরামপুর বাস স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ছাদির মেম্বার ও আবুল কাসেম মেম্বারের সমর্থকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় কাসেম মেম্বারের সমর্থকরা ছাদির মেম্বারের সমর্থক সামছুদ্দিন (৩৮), সাইদুল ইসলাম (২৫), আক্তার হোসেন (৩৫), মাইনুদ্দিন ভূঁইয়া (৩৫), কাউসার ভূঁইয়া (১৭), আব্দুল কাদির (৫০) ও মাসুদ ভূঁইয়া (১৯) কুপিয়ে ও পিটিয়ে আহত করে। উক্ত ঘটনায় ছাদির মেম্বার বাদী হয়ে ২৬জনকে আসামী করে এবং আবুল কাসেম মেম্বারের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে ১১জনকে আসামী করে থানায় মামলা করে। পুলিশ মেম্বার প্রার্থী আবুল কাসেম মেম্বার ও ইমরান হোসেন এবং মাইনুদ্দিন ও আঃ ছালামকে আটক করে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করেন।
×