ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় সাদা পোষাকে প্রার্থীর বাড়িতে পুলিশের তল্লাশি ॥ আতংক

প্রকাশিত: ২৩:১৪, ১২ মে ২০১৬

পটিয়ায় সাদা পোষাকে  প্রার্থীর বাড়িতে পুলিশের তল্লাশি ॥ আতংক

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ সাদা পোষাকে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বুধবার গভীর রাতে তল্লাশি চালিয়েছে। উপজেলার হাইদগাঁও ইউনিয়নের নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বি.এম. জসিম উদ্দিনের বাড়িতে পুলিশ এই তল্লাশি চালান। এসময় পুলিশ ঘরের আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী জসিম বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার বরাবরে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। গভীর রাতে প্রার্থীর বাড়িতে পুলিশের আকস্মিক অভিযান এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। হাইদগাঁও ইউনিয়নে নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা বি.এম. জসিম উদ্দিন বলেন, পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালানোর আগে ওসি নিজেই মোবাইলে ফোনে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। ওসির কথামতো মনোনয়ন প্রত্যাহার না করায় গভীর রাতে তাদের বাড়িতে তল্লাশি চালান। এ প্রসঙ্গে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, চেয়ারম্যান প্রার্থী জসিমের চাচাতো ভাই একজন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তাকে ধরতে রাতে অভিযান চালানো হয়েছে। কোন প্রার্থীকে পুলিশ হয়রানি করেনি। এলাকায় অস্ত্রের মহড়া দেওয়ার খবর পাওয়ায় পুলিশ অভিযান চালিয়েছে।
×