ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার্সার চেয়ে দামি রিয়াল

প্রকাশিত: ১৯:৫১, ১২ মে ২০১৬

বার্সার চেয়ে দামি রিয়াল

অনলাইন ডেস্ক॥ ফোর্বস সাময়িকীর তালিকায় আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পেয়েছে স্পেনের শীর্ষস্থানীয় দল রিয়াল মাদ্রিদ। বুধবার ২০১৬ সালের বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর এই তালিকা প্রকাশ করে ফোর্বস। স্পেনের শীর্ষস্থানীয় দল রিয়ালের সম্পদমূল্য ৩৬৫ কোটি ডলার, যা গত বছর ছিল ৩২৬ কোটি ডলার। ফুটবল ক্লাবগুলোর মধ্যে এবারও শীর্ষে থাকলেও সব ক্রীড়া দলের হিসেবে তিন বছর পর শীর্ষস্থান হারাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ১০টি শিরোপা জেতা রিয়াল। ৪০০ কোটি ডলার সম্পদমূল্য নিয়ে শীর্ষে উঠে গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) দল ডালাস কাউবয়েস। ৩৫৫ কোটি ডলার নিয়ে তালিকায় তৃতীয় ও ফুটবল দলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত বছর লা লিগার শিরোপাধারীদের মূল্য ছিল ৩১৬ কোটি ডলার। এর পরেই আছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড (৩৩২ কোটি ডলার)। ফুটবল ক্লাবগুলোর মধ্যে শীর্ষ দশে রিয়াল, বার্সেলোনা ও ইউনাইডেটের পরে আছে জার্মানির বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (২৬৮ কোটি ডলার), আর্সেনাল (২০২ কোটি ডলার) ম্যানচেস্টার সিটি (১৯২ কোটি ডলার), চেলসি (১৬৬ কোটি ডলার), লিভারপুল (১৫৫ কোটি ডলার), ইউভেন্তুস (১৩০ কোটি ডলার) ও টটেনহ্যাম হটস্পার (১০২ কোটি ডলার)।
×