ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রকাশিত: ০৬:২০, ১২ মে ২০১৬

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির মোট ১২ লাখ ৮২ হাজার শেয়ার ৫ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৮ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : বাটা স্যু, আইডিএলসি, ম্যাক্সন স্পিনিং, রেনাটা, এস আলম কোল্ড রোল্ড স্টিল। বৃহস্পতিবার ব্লক মার্কেটে বাটা স্যুয়ের ২৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি টাকা। এইদিন কোম্পানির শেয়ার দর ১২শ’ টাকায় অপরিবর্তিত থাকে। আইডিএলসি’র ৮ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ টাকা। এ দিন কোম্পানির শেয়ার দর ৫৭ টাকায় অপরিবর্তিত থাকে। ম্যাক্সন স্পিনিংয়ের ৩ লাখ ৭০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২৭ লাখ ৩৮ হাজার টাকা। এ দিন কোম্পানির শেয়ার দর ৭.৪০ টাকায় অপরিবর্তিত থাকে। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ইপিএস ৮ টাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের গত তিন প্রান্তিকে (জুলাই,১৫-মার্চ,১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা। এই হিসাবে আগের বছরের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ৭ টাকা ৩ পয়সা বা ৩৫৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি,১৬-মার্চ,১৬) কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় এর পরিমাণ ছিল ৮ টাকা ৩৮ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×