ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমিরের ভিসার জন্য পিসিবির চেষ্টা

প্রকাশিত: ০৪:৩৩, ১২ মে ২০১৬

আমিরের ভিসার জন্য পিসিবির চেষ্টা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরে বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের ভিসা পাওয়ার ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে তার দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য তারা আলাদাভাবে কাজ শুরু করে দিয়েছে। সূত্রমতে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এ ব্যপারে আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন। এছাড়া বিষয়টি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও বৃটিশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। পিসিবির সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ‘পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আমির যাতে ইংল্যান্ডে যেতে পারে সেজন্য বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বৃটেনের অভিবাসন আইন কঠোর হওয়াতে বিষয়টি যে খুব একটা সহজ হবে না তা অনুমেয়।’ সেখানকার অভিবাসন আইনানুযায়ী কোন ব্যক্তি যদি জেল খাটেন অথবা কোন কারণে দেশ থেকে বের করে দেয়া হয়, তবে সাজা প্রাপ্তির অন্তত ১০ বছরের মধ্যে তাকে বৃটেনে প্রবেশের অনুমতি দেয়া হয় না। উল্লেখ্য, ২০১০ সালে লর্ডস টেস্টে আলোচিত স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তৎকালীন পাকিস্তান অধিনায়ক সালমান বাট, দুই সেপার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। দুরন্ত বোলিংয়ে হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।
×