ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজামীর দণ্ড কার্যকর করায় সরকারকে অভিনন্দন অস্ট্রিয়া প্রবাসী বাঙালীদের

প্রকাশিত: ০৪:১৯, ১২ মে ২০১৬

নিজামীর দণ্ড কার্যকর করায় সরকারকে অভিনন্দন অস্ট্রিয়া প্রবাসী বাঙালীদের

মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাদের সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর প্রধান, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় অস্ট্রিয়া প্রবাসী বাঙালীদের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানিয়েছেন মানবাধিকার কর্মী, লেখক এম নজরুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অপরাধযজ্ঞের দীর্ঘ ৪৫ বছর পর এই শীর্ষ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করায় দেশের মানুষের সঙ্গে আমরা প্রবাসীরাও ভীষণভাবে উল্লসিত।’ তিনি বলেন, ‘একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকা-ের হোতা ঘাতক নিজামীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের ভেতর দিয়ে জাতি কলঙ্ক ও দায় মোচনে আরেক দফা এগিয়ে গেল। এতে ৩০ লাখ শহীদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। স্বাধীনতার স্থপতির কন্যা শেখ হাসিনার ইস্পাত দৃঢ় নেতৃত্বের পেছনে জনগণের ঐক্যবদ্ধতায় দেশী-বিদেশী সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়ে একাত্তরের ঘাতকদের বিচার ও রায় কার্যকর করা সম্ভব হচ্ছে। আর দেশ ও জাতির কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অঙ্গীকার এক এক করে পূরণ হচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনকারী বাংলাদেশ অচিরেই যুদ্ধাপরাধীমুক্ত হবে। -বিজ্ঞপ্তি বিসিএস ৩০তম ব্যাচের ফ্যামিলি ডে ২৯ মে স্টাফ রিপোর্টার ॥ বিসিএস-এর ২০ ব্যাচের ক্যাডার সদস্যদের ১৫ বছর পূর্তিতে ফ্যামিলি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। আগামী ২৯ মে ঢাকার অফিসার্স ক্লাবে সন্ধ্যা ৬ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিভিন্ন ক্যাডারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এ লক্ষ্যে ২০ ব্যাচের সকল কর্মকর্তাদের স্মরণিকায় প্রকাশের জন্য আগামী ২০ মের মধ্যে অনলাইনে নাম ও ছবি অন্তর্ভুক্তি করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ২০ ব্যাচের কর্মকর্তাদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঠিকানাww w.bcs20forum.org।
×