ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী বোর্ডে পাসে শীর্ষে পাবনা

প্রকাশিত: ০৩:৫৯, ১২ মে ২০১৬

রাজশাহী বোর্ডে পাসে শীর্ষে পাবনা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ চলতি বছর এসএসসির ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডের তালিকায় শীর্ষে রয়েছে পাবনা জেলা। এরপরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে নওগাঁ। আর সবচেয়ে কম পাসের হার ও জিপিএ-৫ পেয়েছে নাটোর জেলার শিক্ষার্থীরা। গতবারের বিভাগ সেরা রাজশাহী জেলার শিক্ষার্থীরা পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে রয়েছে চতুর্থ অবস্থানে। সবচেয়ে জিপিএ-৫ পেয়েছে বগুড়ার শিক্ষার্থীরা। বুধবার প্রকাশিত এসএসসির পরীক্ষার ফলে দেখা যায়, পাবনা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এ বছর ২২ হাজার ২৮৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ২১ হাজার ৫৪১ শিক্ষার্থী। পাসের হার সর্বোচ্চ ৯৬ দশমিক ৬৫ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৩৩ জন। দ্বিতীয় অবস্থানে থাকা নওগাঁ জেলার ১৮ হাজার ৬৫৭ শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯৬ দশমিক ৩৯ শতাংশ পাসের হার নিয়ে মোট পাস করেছে ১৭ হাজার ৯৮৪ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৫৮ জন। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলার ১২ হাজার ৮০৯ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯৬ দশমিক ১৪ শতাংশ পাসের হার নিয়ে মোট পাস করেছে ১২ হাজার ৩১৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৮৮ জন। গতবারের বিভাগ সেরা রাজশাহী জেলার অবস্থান এবার চতুর্থ স্থানে। রাজশাহী জেলা থেকে এ বছর ২৫ হাজার ১৩৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৩ হাজার ১০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর পাস করেছে ২৩ হাজার ৯১৩ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ১৩ শতাংশ। গতবার বোর্ডে দ্বিতীয় স্থানে থাকা বগুড়া জেলার এবারের অবস্থান পঞ্চমে। বগুড়া জেলার স্কুলগুলো থেকে এ বছর ২৬ হাজার ৪৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ২৫ হাজার ৩৯২ শিক্ষার্থী। ৯৫ দশমিক ৮৯ শতাংশ পাসের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫০২ শিক্ষার্থী। এছাড়া জয়পুরহাটে জিপিএ-৫ পেয়েছে ৮৪৫ জন। ৯৫ দশমিক ৫১ পাসের হার নিয়ে মোট পাস করেছে ৬ হাজার ৩৮৫ জন। সিরাজগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এ বছর ২৫ হাজার ৭২২ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাসের হার ৯৫ দশমিক ১২ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১৮২ জন। এছাড়া নাটোর জেলার ১৪ হাজার ২৮০ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯৪ দশমিক ৬৯ শতাংশ পাসের হার নিয়ে মোট পাস করেছে ১৩ হাজার ৫২২ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৮৬ জন। সিলেটে ছেলেরা এগিয়ে স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৭৭। এর মধ্যে ৩৭ হাজার ৬৭২ জন ছাত্র ও ৪৬ হাজার ৭৭৬ ছাত্রী। সিলেটে এবার পাসের হার বেড়েছে অপরদিকে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার পাস করেছে ৮৪ দশমিক ৭৭ ভাগ, যা গতবারের তুলনায় ২ দশমিক ৯৫ ভাগ বেশি। ২০১৫ সালে পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫২ জন। পরীক্ষায় মেয়েদের চেয়ে ভাল করেছে ছেলেরা। গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় দিক থেকে এগিয়ে রয়েছে তারা। ৩৭ হাজার ৬৭২ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৩১৮ জন। ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৭৯ ভাগ। ৪৬ হাজার ৭৭৬ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ২৬৮ জন। মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৯৫ ভাগ।
×