ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৩:৪৬, ১২ মে ২০১৬

মাদারীপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ মে ॥ মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান খানের বাড়ি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বাজার সংলগ্ন ওই শিক্ষকের বাড়িতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান খানের বাড়ির পুরাতন বসতঘরে মঙ্গলবার রাত ৩টার দিকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির দারোয়ান মজিবর রহমান আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির সকলে আগুন দেখতে পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাইম এশিয়া ভার্সিটিতে বিতর্ক কর্মশালা সোমবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের উদ্যোগে শুরু হয় তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা। প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিতর্ক কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এ কে এম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিকুর রহমান খান। -বিজ্ঞপ্তি পুষ্টিমেলা নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১১ মে ॥ বুধবার নেদারল্যান্ডস এ্যাম্বাসির অর্থায়নে ইকো কো-অপারেশন প্রুফস প্রজেক্টের আয়োজনে ভোলার চরফ্যাশনের নীলকমল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রান্না প্রতিযোগিতা ও পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়। ছালাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে নিউট্রিশন অফিসার তপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ ডাঃ ফারুক, জাহাঙ্গীর আলম, বাবু গণেশ চন্দ্র, আবুল কাশেম, আবুল ফজল আজিম, ফারজানা বেগম ও মুক্তা বেগম প্রমুখ। ইউপি ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে এটির উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
×