ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মূল্যবোধের অবক্ষয়

প্রকাশিত: ০৩:৩৭, ১২ মে ২০১৬

মূল্যবোধের অবক্ষয়

শাহ আলম বাচ্চু গোটা বিশ্ব নারীর কাছে ঋণী। নারী কখনও বোন, কখনও মা, কখনও বধূ। স্বামী, স্ত্রী, মা-বাবা, ভাই-বোন মিলে আমাদের পরিবার। এই একান্নবর্তী পরিবারে যদি অন্যঘরের কোন মেয়ে বধূ হিসেবে হাজির হন তখন কোন শাশুড়ি ঐ মেয়েকে পরের মেয়ে মনে করে। আবার কেউ কেউ নিজের পেটের মেয়ে মনে করে। অনেক মেয়ে আছে তারা একান্নবর্তী পরিবার পছন্দ করে না। তারা নিজেদের মধ্যে গুটিয়ে নিজের মতো সংসার করতে চায়। অর্থ গোছাতে চায়। বাচ্চাদের নিয়ে রঙিন স্বপ্ন দেখে। আবার পরিবারের মধ্যে যে কম বেতন পায়, বেশি বেতনের বধূ কম বেতনের বধূকে খোটা দেয়। সে পরিবারের কাজকর্মে ফাঁকি দেয়। আবার এই একান্নবর্তী পরিবার ভাঙ্গার পেছনে বড় কারণ মা-বাবা। পরিবারের কর্তারা যদি লোভী ধরনের হয় তাহলে পরের মেয়ের ওপর যৌতুক দাবি করে। যৌতুক না দিলে বাড়ে নির্যাতন। শ্বশুর-শাশুড়ির ওপর তখন বিদ্বেষ দেখা দেয়। ভেঙ্গে যায় সোনার সংসার। তখন ঐ মেয়ে অন্য কোথাও থাকতে চায়। আবার কিছু মেয়ে এই সংসারে আছে তারা বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে বোঝা মনে করে। আর বাসাতে পুরাতন ও বেমানান মনে করে। তাই সংসারের বোঝাকে হালকা করার জন্য তাদের বৃদ্ধাশ্রমের মতো জায়গায় রেখে আসে। একবারও মনে করে না তাদের জন্যই আজ আমি স্বামী পেয়েছি। তাই তারাও আমার নিজের মা-বাবার মতো। অনেকে আছে মা-বাবাকে পরিচয় করিয়ে দিতে চায় না। কারণ বৃদ্ধ বাবা-মা গরিব হয়ে আছে আর ছেলে হয়ত অতীতকে ভুলে আভিজাত্যকে বেঁচে নিয়েছে এ জন্যÑ পরিচয় দিলে সামাজিক মর্যাদা ক্ষুণœ হবে। তাই গাঁয়ের পরিবার থেকে শহরে এসে চাকচিক্যময় পরিবার সাজায়। ঘুণে ধরা সমাজে একান্নবর্তী পরিবারের ঐতিহ্য আজ উপরোল্লিখিত কারণে হারিয়ে যাচ্ছে। এখানে টেলিফোন, কম্পিউটারকে দায়ী করব না। খানিকটা দায়ী করব টিভিতে দেখানো ভারতীয় কিছু সিরিয়ালকে। আর সবচেয়ে বেশি দায়ী করব আমাদের মূল্যবোধকেই। আমাদের মূল্যবোধ আর মানসিকতাকে যদি পরিবর্তন করতে পারি তাহলে একান্নবর্তী পরিবার বজায় থাকবে। আমাদের এই পরিবর্তন আমাদের সন্তানের মধ্যেও আসবে। আর যদি না আসে তাহলে সন্তানদের মনে ও চরিত্রেও দেমাগ থাকবে। মানুষে মানুষে আন্তরিকতা থাকবে না। আর আন্তরিকতা ও পরিবারের মধ্যে একাত্মতা না থাকলে ঘটবে সামাজিক অপরাধ। তাই প্রতিটি পরিবারের মাঝে সচ্চরিত্র ও মূল্যবোধের অনুশীলন করতে হবে। নৈতিকতার চর্চা করতে হবে। ভাল মানুষ হতে হবে। রাধানগর পাবনা থেকে
×