ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজামীর ফাঁসিতে ঈশ্বরদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০০:৫৮, ১১ মে ২০১৬

নিজামীর ফাঁসিতে ঈশ্বরদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রাজাকার আলবদর প্রধন মতিউর রহমান নিজামীর ফাঁসির পর বুধবার ঈশ্বরদী ও পাকশীসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দের ঝড় উঠে। সূর্য ওঠার সাথে সাথে মুক্তিঘুদ্ধের চেতনায় বিশ্বাসী ভিবিন্ন বয়সী মানুষ বাড়ি থেকে রাস্তায় বেড়িয়ে একে অপরের মধ্যে আনন্দ প্রকাশ করে। পরে হাট-বাজারে দোকান খোলার পর মিষ্টি কেনাবেচার ধুম পড়ে ঘায়। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী,সদস্য,মুক্তিঘোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিষ্টি বিতরন করেন। একে অপরকে খাওয়ানো হয়। পাকশীতে ও বিএসআরআইতে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে মিষ্টি খাওয়ানোর পর্ব চলে। যুবলীগ সভাপতি আব্দুস সালাম ও ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে শহরের বিভিন্ন রোডে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে রিক্সা স্ট্যান্ডে পথসভায় আব্দুস সালাম,জুবায়ের বিশ্বাস,বিডন জামান,মাসুদ রানাসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে তারাও মিষ্টি বিতরন ও খেয়ে আনন্দ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাক,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, এম রশীদ উল্লাহ,হাবিবুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা আনিসুন্নবী বিশ্বাস মতিউর রহমান নিজামীর ফাঁসি হওয়ায় আনন্দ প্রকাশ করে বলেন,জাতী কলংক মুক্ত হয়েছে। রাজাকার আলবদর প্রধানের ফাঁসির মধ্যদিয়ে জাতি,সরকার,মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ দায়মুক্ত হয়েছে। ৪৪ বছর পর হলেও যুদ্ধাপরাধীর বিচার করায় মানুষ খুশি হয়েছে।
×