ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমেছে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

প্রকাশিত: ২৩:০৬, ১১ মে ২০১৬

কমেছে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুযায়ী শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। একইসঙ্গে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। বুধবার সকালে বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানা যায়, এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৩৪টি। গতবছর শতভাগ পাস করেছিল প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০৯৫টি। এছাড়া এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩টি, যা গতবছর ছিল ৪৭টি।
×