ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে পরিবার পরিকল্পনায়র এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং

প্রকাশিত: ২৩:০৪, ১১ মে ২০১৬

নীলফামারীতে পরিবার পরিকল্পনায়র এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ সারা দেশের ন্যায় নীলফামারী জেলায়ও পরিবার পরিকল্পনার সেবা সপ্তাহ শুরু হতে যাচ্ছে আগামী ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত। এ উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং । সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় জানানো হয় এবারের সেবা সপ্তাহে শ্লোগান রাখা হয়েছে‘‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ- নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন”। এ জন্য সেবা সপ্তাহে পরিবার পরিকল্পন,মা-শিশু- কৈশোরকালীন স্বাস্থ্যসেবার দিকগুলো জনগনের কাছে তুলে ধরে সেবা প্রদান করা হবে।
×