ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমতলীতে পুলিশ সুপারসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার

প্রকাশিত: ২১:২১, ১১ মে ২০১৬

আমতলীতে পুলিশ সুপারসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাকসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়েলকৃত মামলা বুধবার বাদী আইনজীবী মাইনুল আহসান বিপ্লব প্রত্যাহারের আবেদন করেছে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস বাদীর আবেদন মঞ্জুর করেছেন। আদালত সূত্রে জানাগেছে, গত ১ মে রাতে আমতলী হাসপাতালের সামনে বরিশালের সাংবাদিক অপু রায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী মাইনুল আহসান বিপ্লবকে পুলিশ হেফাজতে নির্যাতন করেছে। এ অভিযোগে গত ৪ মে আইনজীবী মাইনুল আহসান বিপ্লব বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায়, সহকারী পুলিশ পরিদর্শক আরিফুর রহমান ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে বুধবার শুনানির দিন ধার্য্য করেন। বুধবার শুনানী শুরু হওয়ার পুর্বেই ওই মামলার বাদী এড. মাইনুল আহসান বিপ্লব মামলা প্রত্যাহারের আবেদন করে। বিচারক তার আবেদন মঞ্জুর করেছেন।
×